কাপুরকে ভুলে রণবীর সিং- এ মত্ত আলিয়া

বহু দিনের বিরতি শেষে ফের জুটিতে ফিরছে রণবীর সিং ও আলিয়া ভাট । এবার নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি”- র হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণবীর আলিয়া ।

কর্ণ জোহর পরিচালিত ”রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিংহ ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণি গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী সহ আরও অনেকে। আগামী ৪ জুলাই ট্রেলার মুক্তি পাবে এই ছবির ।
ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করে কর্ণ লেখেন, ”রকি রানির স্লাইড শো! রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবার তৈরি ভালবাসা, লড়াই ও হাসিখুশি বিবাহিত জীবনের উপদেশ দেখাতে। ”রকি অউর রানি কি প্রেম কাহানি” মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।” বহুদিন পর রাণবীর সিং ও আলিয়া ভাটকে জুটি বাঁধতে দেখে বেশ আনন্দিত বলিউড দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *