ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগ যথেষ্ট প্রাসঙ্গিক। আলোচকদের প্রত্যেকেই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগের ভৃয়ষী প্রশংসা করেন। সাধুবাদ জানান ক্রীড়া আঙ্গিনায় বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের একটা উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য। ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগ শুধুমাত্র পাঠককেই প্রভাবিত করে না, প্রত্যক্ষভাবে খেলোয়ারদের আর পরোক্ষভাবে সংগঠকদেরও যথেষ্ট ভাবে প্রভাবিত করে। আলোচনা চক্রে সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশেষ করে প্রখ্যাত কোচ এবং সংগঠক বিমল কুমার রায় চৌধুরী, ক্লাবের সিনিয়র সদস্য তথা আজকের সেমিনারের মডারেটর মনিময় রায়, প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞ অরুপ দেববর্মা, ক্রীড়া সংগঠক তনয় দাস, ভবতোষ দাস, প্রনব অখন্ড প্রমূখ আলোচনায় অংশ নিয়ে মিডিয়া জগতে ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগের কথা তুলে ধরেন। ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত এই আলোচনা চক্রে পৌরহিত্য করেন টি.এস.জে.সি সভাপতি সরযূ চক্রবর্তী। এক সময় সীমিত পরিসরে ক্রীড়া সাংবাদিকতার সূচনা ঘটলেও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেক্ষাপটে তা এখন মহীরূহ আকার ধারণ করেছে। ত্রিপুরায় মহিলা ফুটবলের গোড়াপত্তন, অলিম্পিক আসরে রাজ্যের ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী উপস্থিত থেকে ‘লাইভ কাভারেজ’ এবং প্রতিবেদন উপস্থাপন, ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ব্যস্ততম ক্রীড়া সাংবাদিকতার পেশায় নিয়োজিত সত্ত্বেও ক্রীড়া পরিকাঠামোগত উন্নতির পরামর্শ প্রদান অবশ্যই ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগের অন্যতম নিদর্শন। আগামী প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরাও তা অনুসরণ করে এগিয়ে যাবে বলে প্রত্যেকের প্রত্যাশা। অতিথিদের স্বাগত জানিয়ে ক্লাবের প্রেক্ষাপট তুলে ধরেন ক্লাব সচিব সুপ্রভাত দেবনাথ। বিষয়বস্তু নিয়ে দীর্ঘ আলোচনা করেন সিনিয়র সদস্য মনিময় রায়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বক্তাদের অনুপ্রেরণা মূলক বক্তৃতা আমাদের পাথেয় করে তুলবে বলে সভাপতি সরযূ চক্রবর্তী ব্যক্ত করেন। আগামী দিনেও ক্লাবের বিভিন্ন কর্মসূচি জারি থাকবে বলে তিনি উল্লেখ করেন। ক্রীড়া সংগঠক অরূপ রতন সাহা উপস্থিত প্রত্যেককে স্মারক উপহারে সম্মানিত করেন। আলোচনা চক্রে ক্লাবের সহ-সম্পাদক কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভাতৃপ্রতিম সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থেকেও প্রতিনিধি ও সদস্যরা এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন।
2023-07-02