মালদার সভা থেকে একযোগে কংগ্রেস–বিজেপিকে আক্রমণ অভিষেকের

বহরমপুর, ২ জুলাই (হি.স.): মালদার সভা থেকে কংগ্রেস–বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জেলার সুজাপুর থেকে সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে আক্রমণ করলেন অভিষেক। বিজেপির সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে চলছে অধীর চৌধুরী বলে অভিযোগ করেন তিনি । এমনকী মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকেও নিশানা করে ডায়মন্ডহারবারের সাংসদ।
আজ, দুপুরে সুজাপুরের মাটি থেকে কংগ্রেস–বিজেপিকে এক আসনে দাঁড় করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বলেন, ‘অধীর চৌধুরী এখন অমিত শাহের পুলিশ নিয়ে চলে। দিদির পুলিশের উপর ভরসা নেই। দাদার পুলিশের উপর ভরসা আছে। উনি তো তথাকথিত রবিনহুড নেতা। অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরোধিতা করতে দেখেছেন? মোদী–শাহকে আক্রমণ করেছেন। রান্নার গ্যাসের দাম নিয়ে কিছু বলতে শুনেছেন?’ অধীর চৌধুরী এইসব ইস্যুতে রাস্তায় মুখ খোলেননি। এমনকী সংসদেও বিদ্রোহ করতে দেখা যায়নি। এই কথাই আজ সুজাপুরের মানুষের সামনে তুলে ধরলেন তিনি।

এদিকে পাটনায় বিরোধীদের একটা বৈঠক হয়ে গিয়েছে। আর একটা বৈঠক জুলাই মাসের মাঝামাঝি সময়ে হবে। এই আবহে অভিষেক আজ বলেন, ‘রাহুল গান্ধী পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলছেন একসঙ্গে লড়াই করবেন। আর বাংলার দুই কংগ্রেস সাংসদ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। দু’‌জন কংগ্রেসের সাংসদ রয়েছে। একদিনের জন্য অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরীরা বিজেপির বিরুদ্ধে বৈঠক করেননি। আর এখানে রোজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন।
এদিন সিপিএমকে আক্রমণ করেন তিনি ।বলেন মহম্মদ সেলিম, বিমান বসুরা কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন? বিজেপিকে দেখেছেন কখনও অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলতে। আসলে বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *