নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : চিকিৎসক দিবস উপলক্ষে সমগ্র চিকিৎসক সম্প্রদায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
শনিবার তিনি টুইট করেছেন, “#ডক্টরসডে, আমি সমগ্র চিকিৎসক সম্প্রদায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমনকি মহামারির সময়েও ডাক্তাররা সাহস, নিঃস্বার্থতা এবং সর্বোচ্চ আদেশ পালেনর উদাহরণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ চিকিৎসার বাইরে; এটা আমাদের সমাজকে আশা ও শক্তি দেয়।”
প্রসঙ্গত , দেশ আজ ৩৩তম জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করছে। ১৯৯১ সালে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক, শিক্ষাবিদ ভারতরত্ন ডঃ বিধান চন্দ রাইয়ের সম্মানে দিনটি পালন করা শুরু হয়েছিল।