সি ডিভিশন ফুটবল : এলশনের গোলে টানা ৪র্থ জয় স্কাইলার্কের

স্কাইলার্ক-‌২                                                                                   ইউ বি এস টি-‌১

(‌সলোমন,এলসন)                                                                        (‌বিশাল)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।।জয়ের ধারা অব্যহত রাখলো স্কাইলার্ক ক্লাব। টানা ৪ ম্যাচে জয় পেয়ে পযেন্ট তালিকায় শীর্ষে রয়েছেন চন্দন সেন-‌এর দল। এলসনের গোলে এদিন মোক্ষম ৩ পয়েন্ট পেলো স্কাইলার্ক। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবার সকালের ম্যাচে স্কাইলার্ক ক্লাব পরাজিত করে ইউ বি এস টি-‌কে। ফলাফল ২-‌১। ‌‌জয় পেলেও প্রথম ৩ ম্যাচের মতো এদিন ভালো খেলতে পারেননি স্কাইলার্করে ফুটবলাররা। তবে আসর যত গড়াচ্ছে ততই নিজেকে পরিনত করে তুলছেন কাইথেংগাও হাউকিপ। মাঝমাঠ থেকে গোটা দলকে কার্যত অক্সিজেন দিয়ে যাচ্ছেন বাঁ পায়ের ওই ফুটবলারটি। একাই মাঝমাঠ দাপিয়ে বেরিয়েছেন কাইথেংগাও। তবে দলের আক্রমণভাগের ফুটবলাররা যদি তৎপর হতো তাহলে ব্যবধান আরও বাড়তো। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াই জমে উঠেছিলো। ইউ বি এস টি-‌র ফুটবলাররা শুরু থেকেই কিছুটা রক্ষণাত্তক ফুটবল খেলে স্কাইলার্কের যাবতীয় আক্রমণ প্রতিহত করছিলো। ইউ বি এস টি-‌র ফুটবলারদের লক্ষ্য ছিলো কাউন্টার অ্যাটাকে গিয়ে বিপক্ষের জাল নাড়ানো। ইকন্তু তা হলো না প্রথমার্ধে। ম্যাচ যতই গড়িয়েছে ততই আক্রমণের ঝাঝ বেড়েছে স্কাইলার্কের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সলোমন রিয়াং এগিয়ে দেন স্কাইলার্ককে (‌১-‌০)। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠে ইউ বি এস টি। আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠে। ৭৭ মিনিটে স্কাইলার্কের রক্ষণভাগ তছনছ করে সমতা ফেরান বিশাল সেন (‌১-‌১)। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন অমিমাংশিতভাবে শেষ হচ্ছে ম্যাচ। অনেকে মাঠ ছেড়ে বেরিয়ে পড়ছিলেন। খেলার শেষ বঁাশি বাজতে আর মাত্র ২ মিনিট বাইক। আক্রমণে গিয়ে গোল পেয়ে যায় স্কাইলার্ক। গোলটি করেন এলসন ডার্লং (‌২-‌১)। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত।  ‌ ‌‌