মরিগাঁও (অসম), ২৮ জুন (হি.স.) : অসমের মরিগাঁওয়ে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার মরিগাঁও সদর থানার ওসি জ্যোতিপ্রসাদ সন্দিকৈ জানান, সুনির্দিষ্ট গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে দলবল নিয়ে গতকাল গভীর রাতে হগালতলি গ্রামে জনৈক সবুর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন। অভিযানে সবুরের বাড়ি থেকে একটি রাইফেল এবং নয় রাউন্ড সক্রিয় গুলি তাঁরা বাজেয়াপ্ত করেছেন। সঙ্গে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে সবুর উদ্দিনকে ধরে থানায় নিয়ে আসেন।
ওসি জ্যোতিপ্রসাদ সন্দিকৈ আরও জানান, সবুর উদ্দিন নাকি নিজেকে প্রাইমারি হেল্থ সেন্টারের (পিএইচসি) ঠিকাদার বলে পরিচয় দেন। ধৃত সবুরকে থানায় এনে দফায় দফায় জেরা হচ্ছে। রাইফেল এবং গুলি সে কোথা থেকে, কবে সংগ্রহ করেছে, ইত্যাদি নানা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ওসি জানান, তাঁদের সন্দেহ, ডাকাতি বা চোরাশিকারের জন্য রাইফেল ও গুলি সে তার বাড়িতে মজুত করেছিল। সবুরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান ওসি জ্যোতিপ্রসাদ সন্দিকৈ।