আমবাসায় টি-২০ক্রিকেট জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।।
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো দুদলই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যেতে দুদলই আজ চাইছে। ওই অবস্থায় বুধবার মুখোমুখি হবে যুব সমাজ ক্লাব এবং ভি কে নগর। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। দশমীঘাট মাঠে হবে ম্যাচটি। আসরের প্রথম ম্যাচে কুলাই স্পোর্টস দলকে পরাজিত করেছিলো ভি কে নগর এবং যুব সমাজ ক্লাব। আজ ফেভারিট হিসাবেই মাঠে যুব সমাজ ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *