হুগলি, ২৭ জুন (হি. স.) : হুগলির গুড়াপে ভয়ংকর দুর্ঘটনা মৃত্যু হল ৩ জনের। গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃতেরা আদতে বর্ধমানের বাসিন্দা। মেয়ের কাছে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তাঁরা। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। এরপর গাড়িতে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমানে ফিরছিলেন তাঁরা। হুগলির গুড়াপে মজিনান ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনা। একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। এরপর ওই চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি। দুটি গাড়ির মাঝে আটকে পড়ে ছোট গাড়িটি। চুরমার হয়ে যায় গাড়িটি। বিষয়টি দেখতে পেয়ে প্রথমেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও বর্ধমানের জামালপুর থানায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগানোর চেষ্টা করে পুলিশ। তবে গাড়িতে যাত্রীরা এমনভাবে আটকে পড়ে ছিলেন যে গাড়ি কেটে দেহ বের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

