আগরতলা, ২৬ জুনঃ আজাদি কি অমৃত মহোৎসব এবং সেবা সুশাসন গরীব কল্যাণের ৯ ম বর্ষ পুর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে সূর্যমনিনগর বিদ্যালয় কমিউনিটি হলে সোমবার থেকে শুরু হয়েছে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এদিন দুদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি হরিদুলাল আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য বুলন সাহা, সূর্য্যমনি নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভা দেব ও গৌরীয় মঠ মিশনের হরিপদ দাস। প্রদর্শনীর উপলক্ষে এদিন এক মেগা আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরের এক শতাধিক এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। দুদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীতে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের ছবি সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ছবি প্রদর্শন করা হবে। প্রদর্শনীর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০ থেকে ৩ টা পর্যন্ত।