ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।জোড়া শতরান। এন বিশ্বনাথন দেওয়ান এবং মার্কিন রিয়াং-এর। ওই দুজনের শতরানে বড় ব্যবধানে জয় পেলো ব্রু জোয়াইন মথৌ দল। পরাজিত করলো ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটিকে। ১৬৫ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্রু জোয়াইন মথৌ দলের গড়া ৩৯৯ রানের জবাবে ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি ২৩৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের এন বিশ্বনাথন দেওয়ান ১২৫ এবং মার্কিন রিয়াং ১২৪ রান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ব্রু জোয়াইন মথৌ দল বিশাল ৩৯৯ রান করে। দলের পক্ষে এন বিশ্বনাথন দেওয়ান ৮৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৫, মার্কিন রিয়াং ৬৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৪, সুরান্ত রিয়াং ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, অমল রিয়াং ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে রমেশ রিয়াং ৪০ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নীহার রিয়াং ৭৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ এবং সুরেন্দ্র রিয়াং ৮৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে অলয় দেববর্মা ৫৮ রানে ৪ টি,মার্কিন রিয়াং ১৮ রানে ২ টি এবং প্রদীপ দেববর্মা ৪৫ রানে ২ টি উইকেট দখল করেন।
2023-06-23