কলকাতা, ২১ জুন (হি.স.) : অত্যন্ত উৎসাহের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল পশ্চিমবঙ্গ বিজেপি। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিঘায় সমুদ্র সৈকতে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন। দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জেলায় জেলায় যোগাভ্যাসে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক, সাংসদগণ। অংশ নেনে নেতা ও কর্মীরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিডিআর কলোনি মাঠ, রেলস্টেশন, বাঁকুড়ায় যোগাভ্যাসে অংশগ্রহণ করেন।