আহমেদাবাদ, ১৪ জুন (হি.স.) : বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র এবং দ্বারকা তছনছ করতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ফলে গুজরাটের এই উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে চরম সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হবে গুজরাটে। যার মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং দ্বারকায় বিপুল ক্ষতি হতে পারে। গুজরাটের মান্ডবী, জাখাউ এবং পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয় আছড়ে পড়লে ঘণ্টায় তার গতিবেগ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।
এদিকে, ঘূর্ণিঝড় বিপর্যয়-এর প্রেক্ষিতে ৬৯টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেল। এছাড়াও ৩৩টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিল ও যাত্রাপথ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।