গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : গুপ্তহত্যা-মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তকে ক্লিনচিট দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত।
প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের বিরুদ্ধে আগেকার রায় বহাল রেখেছে উচ্চ আদালত। এর আগে গুপ্তহত্যা সংক্রান্ত মামলার তদন্ত করতে গঠিত কমিশনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ওই রায়ের বিরুদ্ধে চেলেঞ্জ জানিয়ে গুয়হাটি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন জনৈক অজিত কুমার ভূঞা এবং অনন্ত কলিতা।
সিঙ্গল বেঞ্চের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে সীমাবদ্ধতা আইনের ৫ ধারার অধীনে একটি ইন্টারলোকিউটরি আবেদন দায়ের করার ৫৩১ দিনের বেশি সময় পরও তাঁদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় অজিত ভূঞা এবং অনন্ত কলিতার প্ৰত্যাহ্বান সংবলিত আবেদন খারিজ করে পূৰ্বের রায় বহাল রেখে আজ মঙ্গলবার গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির সিঙ্গল বেঞ্চ দিয়েছে গুরুত্বপূৰ্ণ এই রায়।
আগের রায় বহাল রেখে গুয়াহাটি উচ্চ আদালত এই মামলার চূড়ান্ত রায় দিয়ে বলেছে, প্ৰফুল্ল কুমার মহন্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তুলে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে কয়েকজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছিল।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অসম গণ পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত সন্তোষ ব্যক্ত করে আদালতের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে আনন্দ ব্যক্ত করেছেন।

