জম্মু, ৮ জুন (হি.স.): জম্মুর সিধরা এলাকায় তিরুপতি বালাজি মন্দির পুণ্যার্থীদের উন্মুক্ত করে দিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বৃহস্পতিবার তিরুপতি বালাজি মন্দির পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, এই মন্দিরের উদ্বোধন আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের জন্য সৌভাগ্য বলে মনে করেন তিনি।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ৬২ একর জমির উপর তিরুপতি বালাজি মন্দির নির্মিত হয়েছে এবং দুই বছরের ব্যবধানে নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্ধ্রপ্রদেশের পার্বত্য শহর তিরুমালাতে তিরুপতি বালাজির বিখ্যাত মন্দিরের অনুরূপ এই মন্দির। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরের উদ্বোধন জম্মু ও কাশ্মীরের ধর্মীয় পর্যটন সার্কিটকে শক্তিশালী করবে, আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করবে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।”