জে সি লীগ : ইউনাইটেড ফ্রেন্ডস-এর বড় স্কোরের জবাব দিচ্ছে কসমোপলিটন

ইউ. ফ্রেন্ডস: ৩৩১/১০(৬৯.৫)

কসমোপলিটন: ৫৪/১(১৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। প্রথম ইনিংসে তিন শতাধিক রান করেছে ইউনাইটেড ফ্রেন্ডস। সম্পৃক্ত স্কোর বলা যায় না, তবে প্রাথমিক উদ্দেশ্য সার্থক করে তোলার লক্ষ্যে দিনের শেষে যথারীতি চেষ্টা শুরু করে দিয়েছে। জবাবে কসমোপলিটনও ছেড়ে দেবার পাত্র নয়। দিনের শেষ সময়ের খেলা বলে হয়তো রান সংগ্রহের গড় কিছুটা কম। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম বেলায় কসমোপলিটন কতটুকু কাম ব্যাক করতে পারে, তার উপরে নির্ভর করছে ম্যাচের ফলাফল। খেলা সেই ২০১৯-২০ সেশনের জে.সি মেমোরিয়াল টুর্নামেন্ট হলেও খেলছেন বর্তমান সময়ের ক্রিকেটাররা। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। তৎকালীন কোভিড আবহে স্থগিত টুর্নামেন্ট এখন হচ্ছে। এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস বনাম কসমোপলিটনের তিনদিনের ম্যাচ আজ, সোমবার শুরু হয়েছে। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনের তিন-চতুর্থাংশ সময় খেলে ইউনাইটেড ফ্রেন্ডস ৩৩১ রানে ইনিংস শেষ করে। ৬৯.৫ ওভার উইকেটে ছিল। দলের পক্ষে অরিন্দম বর্মনের শতরান উল্লেখযোগ্য। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৫৯ রান এবং দুর্লভ রায়ের ৫৬ রানও উল্লেখ করার মতো। কসমোপলিটনের অধিনায়ক পল্লব দাস ১০০ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌরভ কর, চন্দন রায় ও অভিজিৎ চক্রবর্ত্তী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৭.২ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে। অধিনায়ক পল্লব দাস ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেও ওপেনার উইকেট রক্ষক বাবুল দে ৩১ রানে উইকেটে রয়েছেন। ইউনাইটেড ফ্রেন্ডস এর দুর্লভ রায় একমাত্র উইকেটটি পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে কসমোপলিটন ২৭৭ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে। হাতে যদিও তাদের উইকেট রয়েছে নয়টি। শুরু থেকেই ম্যাচ জমজমাট হবে বলে অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *