স্পোর্টস স্কুলে একশ শতাংশ পাশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।।রাজ্যের ঐতিহ্য মণ্ডিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় পাশের হার একশ শতাংশ। সোমবার পর্ষদের ফল প্রকাশের পর একাডেমি বিভাগের শিক্ষক শিক্ষিকা ও প্রশিক্ষকদের মধ্যে যথেষ্ট খুশির হওয়া দেখা দেয়। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে  ছেলেমেয়েরা খেলাধুলার পাশাপাশি প্রাইভেট টিউশন  ছাড়াই সারা বছর পড়াশুনা করে বিগত বছরগুলির মত একশ শতাংশ পাস করেছে। মাধ্যমিকে মোট আঠার জন পরীক্ষার্থীর মধ্যে তিন জন প্রথম বিভাগে, আট জন দ্বিতীয় বিভাগে এবং সাত জন তৃতীয় বিভাগে উত্তীর্ন হয়েছে। যারা প্রথম বিভাগে পাস করেছে অ্যাথলেট মৌসুমী দেব (‌মোট প্রাপ্ত নম্বর ৩৯৬ অর্থাৎ ৭৯.২ %)‌,  জুডোকার প্রীতি সিনহা (প্রাপ্ত নম্বর ৩৪৭, ৬৯.৪% )‌ এবং  অ্যাথলিট সুনীল মগ (প্রাপ্ত নম্বর ৩০৭, ৬১.৪%)‌ । যারা পাস করেছে প্রত্যেকেই ৪০% এর উপর পেয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিকে চৌদ্দ জনের প্রথম বিভাগে দুই জন, দ্বিতীয় বিভাগে নয় জন, বাকি তিন জন তৃতীয় বিভাগে পাস করেছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে অ্যাথলিট ঝর্ণা বালা দেবনাথ ( প্রাপ্ত নম্বর ৩৮১, ৭৬.২%)‌, ফুটবলার অপজিৎ ত্রিপুরা ( প্রাপ্ত নম্বর ৩৪১, ৬৮.২%)‌।  সফল ছাত্র ছাত্রীদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ, বিদ্যালয় প্রধান শান্তনু সূত্রধর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও প্রশিক্ষকরা। স্কুলের শারীর শিক্ষক প্রনব অখণ্ড, স্কুল বন্ধ থাকায় এবং অনেকেই জাতীয় আসরে অংশ নিতে রাজ্যের বাইরে রয়েছে তাই টেলিফোনে সকলের ফলাফল জানিয়ে দিয়েছেন তাদের।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *