ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। জে সি মেমোরিয়াল সুপার লীগ ২০১৯-২০ শুরু হচ্ছে ৫ জুন থেকে। তৎকালীন সময়ে বিপুল মজুমদার স্মৃতি লীগ ক্রিকেটে সেরা চার দল ইউনাইটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ, জেসিসি এবং কসমোপলিটন ক্লাব খেলবে এই জে সি মেমোরিয়াল সুপার ফোর সুপার লিগে। এবার ম্যাচ তিন দিনের দুই ইনিংসে। টুর্নামেন্ট পুরোপুরি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ২০২২-২৩ টুর্নামেন্ট বিধি অনুযায়ী চলবে। সাড়ে আটটা থেকে ১১ টা পর্যন্ত প্রথম সেশন, ৪০ মিনিট লাঞ্চ টাইমের পর ১:৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন। কুড়ি মিনিটের টি-ব্র্যাকের পর সাড়ে তিনটা পর্যন্ত সেকেন্ড সেশন। এডভাইসারি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। ৫ থেকে ৭ ই জুন নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের (জেসিসি) বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। ২ দিন বিরতির পর ১০ থেকে ১২ জুন পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। পুনরায় দুই দিন বিরতির পর ১৫ থেকে ১৭ জুন এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। একই দিনে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। ছটি ম্যাচের শেষে পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স নির্ধারিত হবে।
2023-06-03