বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), ৩১ মে (হি.স.) : যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং ৷ প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগের জবাব দিতে গিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসের সুরে তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই নিজেকে ফাঁসি দেবেন। ব্রিজ ভূষণের কথায়, “আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে, আমি নিজেই নিজেকে ফাঁসি দেব ৷”
এদিন উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে যখন জনসভায় ভাষণ দিচ্ছেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং এবং সেই মঞ্চ থেকেই যখন তিনি একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওটা অভিযোগের কোনও সারবত্তাই নেই ৷ অন্তত বারাবাঙ্কির সভা থেকে যে মেজাজ দেখা গেল ব্রিজ ভূষণের তাতে অনেকে মনে করছেন, আদতে কুস্তিগিড়দের অভিযোগ পুলিশ কার্যত উড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ব্রিজ ভূষণ ৷ এদিন নিজের লোকসভা কেন্দ্র কাইশারগঞ্জের পরিবর্তে পাশের লোকসভা কেন্দ্র বারাবাঙ্কিতে গিয়ে ব্রিজ ভূষণ বলেন, “চার মাস হয়ে গিয়েছে ৷ তাঁরা (কুস্তিগীর) আমাকে ফাঁসি দিতে চায়। সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না তাই তাঁরা মঙ্গলবার পদকগুলি গঙ্গায় ভাসাতে হরিদ্বারে জড়ো হয়েছিল ৷ তাদের এসব নাটক ৷”