হিসার, ৩১ মে (হি.স.) : হরিয়ানার হিসার জেলায় হিসার-দিল্লি জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি গাড়ি। বুধবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃত ৫ জনই পুরুষ, প্রাণে বেঁচে গিয়েছেন ওই গাড়িতে থাকা একজন মহিলা।
পুলিশ জানিয়েছে, হতাহতরা রোহতক জেলার খরকাদা গ্রাম থেকে একটি গাড়িতে করে হাঁসির দিকে আসছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-সন্দীপ, প্রদীপ, প্রবীণ, অনুপ, সবাই খরকাদা গ্রামের বাসিন্দা, এবং প্রকাশ নেপালি।

