কৈলাসহর(ত্রিপুরা),২৮ মে (হি.স.): পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন ভগবাননগর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের এলাকাবাসী।৪ দিন যাবৎ জল ও বিদ্যুৎ এর সমস্যায় ভুগছেন এলাকাবাসী।অবশেষে রবিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা।অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর ভগবাননগর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসীরা।তাদের অভিযোগ,ডি ডাব্লিউ দপ্তর থেকে জল সরবরাহ করা হলে গত চার দিন ধরে ওই এলাকায় জল দেওয়া বন্ধ করে দিয়েছে।পাশাপাশি কৈলাসহর ভগবাননগর এবং গৌরনগর এলাকা গত চারদিন ধরে সম্পন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে আছে।তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে কৈলাসহর বেসরকারি বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি।এমনকি সংস্থার কর্মীরা চার দিন ধরে সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেনি।তাই, জনগণ বাধ্য হয়ে রবিবার সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি,নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে।এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

