আগরতলা, ২৭ মে (হি.স.) : মিড ডে মিলের চাল, ডাল ও ডিম চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। ঘটনায় নলছড় বিধানসভা কেন্দ্রের মেলাঘর পঞ্চায়েত পাড়া এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে এলাকাবাসীর কাছে ওই দিদিমণি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, প্রায় সময় অঙ্গনওয়াড়ি থেকে শিশু খাদ্য চাল, ডাল ও ডিম চুরি করে নিয়ে যেতেন দিদিমণি গীতা দাস। শনিবার সকালেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাদ্য চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।স্থানীয় মানুষ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পেরে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।