আচমকা আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে; প্রবল বর্ষণ রাজধানীজুড়ে, উড়ান পরিষেবা বিঘ্নিত

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শনিবার ভোর থেকে আবহাওয়া পাল্টে যায় রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে। প্রবল বেগে শুরু হয় বৃষ্টি, একইসঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। বৃষ্টির ফলে দিল্লির বিভিন্ন অংশে জলও জমে গিয়েছে। উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দরে। দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, “খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে। আপডেট করা ফ্লাইটের তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।” শনিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে বৃষ্টিতে। বৃষ্টি চলাকালীন ঝড়ের গতিবেগ ছিল ৪০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃষ্টির সুবাদে শনিবার সকালে মনরোম আবহাওয়ায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। গরম একেবারে উধাও হয়ে গিয়েছে, ফিরেছে স্বস্তি। আইএমডি জানিয়েছে, রাজধানী দিল্লিতে আপাতত এমনই আবহাওয়া থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *