বাংলাদেশের মৌলভীবাজারে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি, বন্ধ রেল যোগাযোগ

মৌলভীবাজার, ২০ মে (হি. স.) : বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এই ঘটনায় সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি জানান, লাউয়াছড়া অংশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি উল্টে যায়। এই ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণ জানাতে গিয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, রাতে ঝড়ের সময় লাউয়াছড়ায় বড় একটি গাছ লাইনের উপর আছড়ে পড়ে। এই গাছের সঙ্গে ধাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *