হিরোশিমায় গান্ধীজির মূর্তির আবরণ উন্মোচিত, মোদী বললেন সকলের উচিত বিশ্ব কল্যাণের পথে হাঁটা

হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমা শহরে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন করার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। হিরোশিমায় প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল এই মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন। হিরোশিমার মেয়র মাতসুই কাজুমির উপস্থিতিতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি স্থাপন ও আমাকে সেটি উন্মোচন করার সুযোগ দেওয়ার জন্য আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সকলের উচিত মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে বিশ্ব কল্যাণের পথে হাঁটা। এটিই হবে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। জাপানের প্রধানমন্ত্রীকে যে বোধি বৃক্ষটি আমি উপহার দিয়েছিলাম তা এখানে হিরোশিমায় রোপণ করা হয়েছে, যাতে মানুষ এখানে এসে শান্তির গুরুত্ব বুঝতে পারেন। আমি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমান সময়েও ‘হিরোশিমা’ শব্দটি শুনলে বিশ্ববাসী আতঙ্কিত হয়ে পড়ে। জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপান সফরের সময় আমি মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করার সুযোগ পেয়েছি। এখন জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদে ভুগছে বিশ্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *