কলকাতা, ১৮ মে (হি. স.) : ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়া হল। সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে সমালোচিত রাজ্য সরকার।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এরপর কোথাও কিছু হলে, রাজ্য সরকারের দায়িত্ব রইল না।’’ বাংলায় এবার ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। অশান্তির আশঙ্কার কথা বলে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল সরকার। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার আশঙ্কা করেছিল, যে ‘দ্য কেরালা স্টোরি’তে
সমাজের একাংশকে খুব বাজেভাবে দেখানো হয়েছে। এতে আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে। মানুষে মানুষে বিভেদ আসতে পারে।.. সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সেখানে যদি সুপ্রিম কোর্ট বলে না, সেটা স্থগিতাদেশ, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব রইল না। এতে তো জেতা -হারার কোনও বিষয় নেই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অন্য একটি রাজ্যে অশান্তি হয়েছে। একটা সতর্কতামূলক ব্যবস্থাও করতেও হয়েছে। কোর্ট বলেছে, করা যাবে না, তো তাঁদের ব্যাপার। ফলে এরপর কোথাও কিছু হলে, রাজ্য সরকারের দায়িত্ব রইল না।’