নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে ধর্না প্রেমিকার৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সুকান্ত কলোনি এলাকায়৷ এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷
জানা যায় বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সুকান্ত কলোনি এলাকার সুশান্ত সাহার ছেলে সুজিত সাহা একই এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ ওই যুবতী মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করে সুজিত সাহা৷ একসময় সুজিত সাহা কাজের উদ্দেশ্যে বিদেশে চলে যাওয়ার সময় তার প্রেমিকাকে বলে যায় বিদেশ থেকে এসে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে৷ তারপর বিদেশ থেকে বেশ কিছুদিন আগে আসার পরেও সুজিত সাহা তার ওই প্রেমিকার সাথে কোন যোগাযোগ রাখেনি৷ এই নিয়ে বেশ কয়েকবার মীমাংসা সভা হয়েছিল এতে প্রেমিক সুজিত সাহা শিকার করেছিল তার প্রেমিকাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে৷ কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত সুজিত সাহা মেয়েটিকে বিয়ে করার কোন ধরনের উদ্যোগ নেয়নি৷ অবশেষে বৃহস্পতিবার সকালে গকুলনগর সুকান্ত কলোনি স্থিত প্রেমিক সুজিত সাহার বাড়িতে এলাকাবাসী দের সঙ্গে নিয়ে ধরনায় বসে প্রেমিকা৷ মেয়েটি বিস্তারিতভাবে ঘটনাটি জানিয়েছে৷ কোন ধরনের বাহানা করা চলবে না৷ তাই মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত সুজিত সাহা তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার প্রেমিক সুজিত সাহার বাড়িতেই ধর্নায় থাকবে৷ এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷
2023-05-11

