পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের নির্দেশ মমতার

কলকাতা, ৮ মে (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দ্য কেরালা স্টোরি’-র প্রশংসায় পঞ্চমুখ। সেভাবেই বিরোধিতায় মুখর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ছবিকে বিকৃত তথ্যে ভরা ছবি বলে সম্বোধন করে মন্তব্য করলেন কেরলের মানুষদের অসম্মান করে এই ছবি।এই সঙ্গে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন।

পরিচালক সুদীপ্ত সেনের ছবি বক্স অফিসে ভালই ব্যবসা করছে। তবে ভাল ব্যবসার সঙ্গে সঙ্গে বিতর্কও কিন্তু পিছু ছাড়ছে না এই ছবির। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে। ”

এদিন মমতা বলেন, ”সম্প্রতি বিজেপির দ্বারা মনোনীত হওয়া কিছু তারকা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করছে ‘বেঙ্গল ফাইলস’ নামে। তাঁরা তো কাশ্মীরী মানুষকে অসম্মান করার জন্য ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করেছিল। সাধারণ মানুষদের দোষ কোথায়? এখন তাঁরা কেরালাকে অসম্মান করছে। এবার তাঁরা নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে।

মুখ্যমন্ত্রী বলেন, “কানে এসেছে তাঁরা নাকি কিছু পোস্টার তৈরি করেছে বাংলাকে বাঁচাও লিখে। কী হয়েছে বাংলার? শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে! আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।”

রাজ্যের কোন কোন সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চলছে তাঁর খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে একটা তালিকাও তৈরি করতে বলেন। মুখ্যসচিবকে এই ছবি নিষিদ্ধ করার কথাও বলেন। মমতা জানান, ‘এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *