পুণে, ৬ মে (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে একটি গোডাউনে আগুন লেগে প্রাণ হারালেন সেখানে কর্মরত ৩ জন কর্মী। আগুন লাগার পর ওই গোডাউনে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
মকল জানিয়েছে, মোট চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর আগুন আরও ভয়াবহ রূপ নেয়। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পুণে শহরের উবালে নগরের ওয়াঘোলি এলাকায় অবস্থিত ”মন্ডপ” ডেকোরেটর গোডাউনে আগুন লাগে।পুলিশ ও দমকল জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন লাগার পর গোডাউনের ভিতরে গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি ৩ জন কর্মীকে। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন।