বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.): ভোটে লড়ার জন্য বিজেপির টিকিট পাননি, তাই কার্যত ক্ষুব্ধ হয়েই কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক জগদীশ শেত্তর। কংগ্রেসে যোগ দিয়েই ভোটে লড়ার টিকিট পেয়েছেন তিনি। জগদীশকে হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসনের প্রার্থী করা হয়েছে। বুধবার ওই আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী জগদীশ শেত্তর।প্রবীণ রাজনীতিক হিসেবে জগদীশ আশা করেছিলেন তাঁকে প্রার্থী করা হবে, কিন্তু তাঁর সেই আশা পূরণ করেনি বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার প্রার্থী করেনি বিজেপি। তাই ক্ষুব্ধ হয়েই কংগ্রেসে যোগ দেন তিনি। হাত শিবিরে যোগ দিয়েই প্রার্থী হয়ে গিয়েছেন। হুবলি-ধারওয়ার-সেন্ট্রাল আসনের প্রার্থী করা হয়েছে জগদীশকে, এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপি প্রার্থী মহেশ।
2023-04-19

