ত্রিপুরায় রক্ত সংকট কাঁটাতে মানুষের উপস্থিতি লক্ষ্যনীয় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : রক্ত সংকট কাঁটাতে মানুষের উপস্থিতি লক্ষ্যনীয়। তা থেকে বোঝা যাচ্ছে সরকারের সাথে জনগনের মিল রয়েছে। মঙ্গলবার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এ কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা। এদিন তিনি নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য জনগনকেও দায়বদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

তাঁর কথায়, রক্তদানের ফলে একজন মুমূর্ষু রোগীর জীবন ছাড়াও আরো একাধিক রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব হয়। এই মহান কাজে জনগণকে পিছিয়ে না থাকার জন্য আবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, রক্তদানের ক্ষেত্রে সমতা বজায় রাখা খুবই প্রয়োজন। মানুষের কোনো ধর্ম নেই তা রক্তদানের মাধ্যমেই বোঝা যায়। তাই রক্তদানের মতো মহৎ কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সাথে তিনি বলেন, রক্ত সংকট কাঁটাতে মানুষের উপস্থিতি লক্ষ্যনীয়। তা থেকে বোঝা যাচ্ছে সরকারের সাথে জনগনের মিল রয়েছে। তাঁর আবেদন, নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য জনগনকে দায়বদ্ধ হতে হবে।প্রসাশনের সহায়তা নিয়ে সুষ্ঠ সমাজ গড়ে তুলতে হবে বলে।