মেয়াদ উত্তীর্ণ সামগ্রী, শান্তিরবাজারে মহকুমা প্রশাসনের অভিযান, দুইটি দোকান সিল

শান্তিরবাজার, ১৭ এপ্রিল (হি. স.) : মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে আজ অভিযানে নেমেছে শান্তিরবাজার মহকুমা প্রশাসন। ডিসিএম অনুপম চক্রবর্তী, ফুড ইন্সপেক্টর মলয় চৌধুরী এবং খাদ্য দফতরের কর্মী শিবশঙ্কর মজুমদারের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। তাতে, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী মজুত রাখার অপরাধে দুইটি দোকান সিল করে দিয়েছে মহকুমা প্রশাসন।
ডিসিএম অনুপম চক্রবর্তী বলেন, বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রয়েছে, এমনই সুনির্দিষ্ট অভিযোগ মহকুমা প্রশাসনের কাছে জমা পড়েছে। তাই, খাদ্য দফতরকে সাথে নিয়ে আজ ওই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহারের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ফলে, ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বগাফা রোড স্থিত অনুপ সাহা ও জয়শঙ্করের মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। তাই, তাঁদের দোকান মহকুমা প্রশাসন থেকে সিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। এছাড়া, একটি কসমেটিক্স-র দোকানেও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। ওই সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সাথে যোগ করেন তিনি। তাঁর দাবি, আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *