কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.) : সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।
বিগত দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পুড়েছে বাংলা। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের দক্ষিণ প্রান্তে। এদিকে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও সেখানে অনেক গরম। স্বাভাবিকের ওপরে তাপমাত্রা রয়েছে সেখানেও। বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গের কোথাও। এই আবহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা রাজ্যে। এদিকে সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয় গ্রীষ্মকালীন ছুটি। তবে এবছর এই ছুটি পড়বে প্রায় তিন সপ্তাহ আগে ২ মে থেকেই।
এদিকে, গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসার জন্য রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে সিদ্ধান্ত নিতে বলে শিক্ষা দফতর। এই আবহে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসতে বিজ্ঞপ্তি জারি করে আইসিএসই বোর্ড। তবে আইসিএসই বোর্ডের স্কুলগুলিতে কবে থেকে ছুটি পড়বে তা এখনও জানা যায়নি। অপরদিকে সরকারি স্কুলের ছুটিও কবে পর্যন্ত চলবে, তা জানানো হয়নি। প্রাথমিকভাবে স্কুলের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানানো হয়েছিল। তবে স্কুলশিক্ষা দফতর নতুন যে নির্দেশিকা জারি করেছে, তাতে এটা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি যে কতদিন গরমের ছুটি চলবে। এরই মধ্যে তীব্র গরমের জন্য আগামী এক সপ্তাহ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি দেওয়ার আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল ১৭ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

