BRAKING NEWS

সুদানে সেনা ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ, চলছে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ


খার্তুম, ১৫ এপ্রিল (হি.স.) : সুদানে সেনা বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ । রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সুদানের সেনাবাহিনীর সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুমের বিমানবন্দরের আশেপাশে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণ খার্তুমে আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটি থেকে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের আশপাশের সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।

গোলাগুলি ও বিস্ফোরণের বিষয়ে আরএসএফ বলেছে, খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে হামলা হয়েছে। এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে আধা-সামরিক বাহিনীটি।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘শনিবার সেনাবাহিনীর একটি বড় দল খার্তুমের সোবায় ক্যাম্পে প্রবেশ করে ও সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদেরকে অবরোধ করে। এ ঘটনায় বিস্মিত তারা। ’তবে আরএসএফকে ‘বিদ্রোহী’ ঘোষণা করে সুদানের সেনা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আধা-সামরিক বাহিনী মিথ্যা দাবি করছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে খার্তুমে সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। এরইমধ্যে এই ভারী গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটল। সেনাবাহিনী-আরএসএফ দ্বন্দ্বের শুরুটা হয় স্বৈরাচারী রাষ্ট্রপতি ওমর আল-বশিরের শাসনের সময়কালে, যিনি ২১০৯ সালে ক্ষমতাচ্যুত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *