পঞ্জাবের হোশিয়ারপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ৭ জন পুণ্যার্থী

হোশিয়ারপুর, ১৩ এপ্রিল (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ৭ জন পুণ্যার্থী। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে হোশিয়ারপুর জেলার গড়শঙ্কর এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। পুলিশ জানিয়েছে, বৈশাখী উদযাপন করতে হোশিয়ারপুর জেলার গড়শঙ্কর মহকুমার চরন চোহ গঙ্গা খুরালগড় সাহিবে যাচ্ছিলেন পুণ্যার্থীরা, সেই সময় বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের ধাক্কায় ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন।

গড়শঙ্করের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) দলজিৎ সিং খাখ বলেছেন, নিহতরা বেশিরভাগই উত্তর প্রদেশের মুজফফরনগর জেলার মাস্তান খেরার বাসিন্দা। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটি উপ-পর্বতীয় অঞ্চল। পুণ্যার্থীরা সবাই পায়ে হেঁটে যাচ্ছিলেন, ১৭ জন মতো ছিলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে সকলকে ধাক্কা মারলে ৭ জনের মৃত্যু ও ১০ জন আহত হন।