করিমগঞ্জ পুলিশের পৃথক অভিযানে উদ্ধার প্রায় কোটি টাকার মাদক, গ্রেফতার এক

করিমগঞ্জ (অসম), ৯ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার পৃথক দুই স্থান, পাথারকান্দি এবং বদরপুরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে।

আজ রবিবার করিমগঞ্জ জেলা সদর পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ করিমগঞ্জের বদরপুর ও পাথরকান্দি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২২ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং ৮৫৩ শিশি ফেনসিডিল কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে।

ধৃতের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। তবে পুলিশ এখনই গ্রেফতারকৃত ব্যক্তির নাম–ধাম জানাতে অস্বীকার করেছে।