কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে বিজেপি-র জয় বলে দাবি করলেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করলেন তিনি। সুকান্তবাবু লিখেছেন, জনগণের বিশাল প্রতিবাদের পরে পার্কিং ফি ১০ গুণ বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। এটা সেই জনগণের জয় যারা এই ধরনের ক্ষতিকারক পদক্ষেপকে প্রতিহত করেছে। ছাপ্পা মেয়রের পরীক্ষাগুলি একটি বড় আঘাতের মুখে পড়ল। তিনি সিদ্ধান্তটি প্রত্যাহার করতে বাধ্য হলেন। অন্যথায় কলকাতায় পার্কিংয়ের হার সত্যিই বেড়ে যেত। এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য বিজেপি-র প্রতিবাদ প্রশাসনকে পিছু হটতে বাধ্য করেছে। প্রতিবাদ প্রয়োজন, প্রতিহত করা দরকার।“
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকেই সায় দিয়ে শুক্রবার রাতে পার্কিং ফি প্রত্যাহার করে কলকাতা পুরসভা। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে পার্কিং ফি বলবৎ করা হয়েছিল। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্তই প্রত্যাহার করে নেওয়া হয়। এখন থেকে ফের পুরনো হারে পার্কিং ফি নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ঠাণ্ডা লড়াই প্রকাশ্যে এসেছে।