সাত মাঠে সাত খেলা, রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।উদ্বোধনী দিনে সাত মাঠে আগামীকাল হবে ৭ টি ম্যাচ। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের। আগামীকাল, ৮ এপ্রিল থেকে শুরু হবে রাজ্য আসর। এবছর আসর সদর মহকুমার পাশাপাশি মোহনপুর, শান্তিরবাজার, সাব্রুম, মেলাঘরের শহীদ কাজল ময়দান এবং কৈলাসহরে অনুষ্ঠিত হবে। আগামীকাল উদ্বোধনী দিনে নরসিংগড় পঞ্চাযেত মাঠে খোয়াই খেলবে মোহনপুর মহকুমার বিরুদ্ধে, মোহনপুর স্কুল মাঠে তেলিয়ামুড়া খেলবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে, বাইখোড়া স্কুল মাঠে সাব্রুম খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে, সাব্রুম স্কুল মাঠে বিলোনিয়া খেলবে সোনামুড়া স্কুলের বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে অমরপুর খেলবে আমবাসার বিরুদ্ধে, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে লংতাইভ্যালি খেলবে কমলপুরের বিরুদ্ধে এবং আর কে আই মাঠে কাঞ্চনপুর খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১৯ এপ্রিল। ফাইনাল ২১ এপ্রিল। আসরে অংশ নেওয়া ১৯ দলকে ৪ টি গ্রুপে রাখা হয়েছে। সদর ‘এ‌’, খোয়াই, তেলিযামুড়া, মোহনপুর, বিশালগড় (‌‌‘‌এ’ গ্রুপ‌)‌, উদয়পুর, সাব্রুম, বিলোনিয়া,শান্তিরবাজার, সোনামুড়া (‌‘বি‌’ গ্রুপ)‌, সদর ‘‌বি’, অমরপুর, কৈলাসহর, আমবাসা (‌‘‌সি’ গ্রুপ‌), ধর্মনগর, লংতরাইভ্যালি, কাঞ্চনপুর, কমলপুর এবং গন্ডাছড়া (‘‌ডি’ গ্রুপ‌)।‌‌‌‌ রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবকটি মহকুমা জোর প্রস্তুতি নিয়েছে। সাজিয়ে তোলা হয়েছে মাঠগুলোকে। ‌