নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ক্যাবল সংযোগ নিয়ে বিবাদের জের৷ এরই সূত্র ধরে প্রতিবেশী যুবকের হাতে আক্রান্ত হলেন এক পরিবারের শিশু সহ দুই মহিলা৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি হয়েছে শনিবার সকালে রাজধানীর পশ্চিম
থানাধীন রাজনগর কবর স্থান সংলগ্ণ এলাকায়৷ এই এলাকার বাসিন্দা প্রয়াত ইসলাম মিঞার পরিবার৷ এই বাড়ির ছেলে শুক্কুর মিঞা কমসূত্রে বিদেশ থাকে৷ তার অর্বতমানে বাড়িতে রয়েছে তার মা জুহেরা থাতুন, স্ত্রী তাসলিমা আক্তার ও চার বছরের কন্যা সন্তান ইতি আক্তার৷ জানা গেছে এদিন সকালে তাদের সঙ্গে প্রতিবেশী আমিন মিঞারক ক্যাবল সংক্রান্ত বিষয়ে বাদানুবাদ হয়৷ অভিযোগ একটা সময়ে উত্তেজিতা হয়ে আমিন মিঞা দুই মাহিলাকে মারধোর করে৷ এমনকি শিশু কন্যাকে ঠেলে ফেলে দেওয়ারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে৷ ঘটনার পরর্বতীতে আক্রান্তরা পশ্চিম মহিলা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন৷ মামলা সাপেক্ষে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাছে৷


