প্রথম দার্জিলিং সফর সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস, চড়লেন টয়ট্রেনে

দার্জিলিং, ২ এপ্রিল(হি.স.) : রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম দার্জিলিং সফর সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার পড়ুয়াদের নিয়ে টয়ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যান সস্ত্রীক আনন্দ বোস।

সস্ত্রীক পাহাড় সফরে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রবিবার তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা পৌঁছোন দার্জিলিংয়ের রাজভবনে। এরপর স্থানীয় একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল । পড়ুয়াদের নিয়ে টয়ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যান সস্ত্রীক আনন্দ বোস। প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর এটাই তাঁর প্রথম দার্জিলিং সফর।