ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ছোটদের রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, দ্বিতীয় সেমিফাইনালে উদয়পুর খেলবে সদর-বি দলের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উদয়পুর দল যেমন গ্রুপ-বি থেকে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তেমনি সদর-বি মহকুমা দল সেমিফাইনালে এসেছে গ্রুপ-সি থেকে শীর্ষস্থান পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে উদয়পুর বনাম সাব্রুমের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। উল্লেখ্য, গ্রুপ বি-র অপর খেলায় শান্তিরবাজার ৪২ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। অমরপুরের রাঙ্গামাটি মাঠে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বৃষ্টি সিক্ত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাচের পরিধি ৩০ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শান্তির বাজার ৩০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে বিলোনিয়া ২৮.১ ওভার খেলে ৮৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের দ্বীপায়ন রায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। জয়ের সুবাদে শান্তিরবাজার ৪ পয়েন্ট পেলেও উদয়পুর লীগের চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে নো-রেজাল্টের কারণে ১৪ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।
2023-04-01