জম্মু, ২১ জানুয়ারি (হি.স.) : জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর নারওয়াল এলাকা। শনিবার সকালে জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন। এমনটাই জানিয়েছেন জম্মুর এডিজিপি মুকেশ সিং। পুলিশ জানিয়েছে নারওয়াল এলাকার ট্রান্সপোর্ট নগরের ৭ নম্বর ইয়ার্ডে রহস্যজনক দু’টি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জম্মুর এডিজিপি মুকেশ সিং। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

