ত্রিপুরা : গলায় লোহার রড বিদ্ধ রোগীর জিবিপি হাসপাতালে সফল অস্ত্রোপচার, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি. স.) : এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে আজ এক জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণ। আগরতলার ডুকলির বাসিন্দা ৩২ বছর বয়স্ক এক যুবক এক দুর্ঘটনায় গলায় ধারালো লোহার রড বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী ও নিকট আত্মীয়রা তাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা রোগীর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের নাক,কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে গঠিত একটি সার্জিকেল টিম আজ অত্যন্ত জটিল ও সূক্ষ্ম এই অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর গলা থেকে একটি কাপড়ের টুকরো সহ লোহার রড বের করেন।

ওই সার্জিকেল টিমে ছিলেন ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তরুণ গুহ, ডাঃ তন্ময় দেব, ডাঃ সত্যকাম চক্রবর্তী, ডাঃ সায়ন্তন রুদ্রপাল, অ্যানেসথোলজিস্ট ডাঃ ভাস্কর মজুমদার, ডাঃ বিধান দাস, ডাঃ বিশ্বজিৎ সূত্রধর সহ ৩টি অ্যাসিসট্যান্ট, স্টাফ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ। অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী ইএনটি ওয়ার্ডে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।ত্রিপুরার এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ এই ধরনের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর জীবন বাঁচানোর জন্য রোগীর পরিবার পরিজনেরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজ্যেই এখন জটিল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিসেবা উন্নয়নের সুফল রাজ্যবাসী পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *