রাজদ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেলো জি.বি প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।দুরন্ত রাজদ্বীপ দেবনাথ। তার হাত ধরেই জয়ের ধারা অব্যহত রাখলো জি বি প্লে সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে জি বি প্লে সেন্টার ২৪২ রানের বড় ব্যবধানে পরাজিত করে জুটমিল প্লে সেন্টারকে।  এদিন প্রথমে ব্যাট হাতে ১২৪ রান করার পর বল হাতে বিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় রাজদ্বীপ। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জি বি প্লে সেন্টার নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশাল ২৭৬ রান করে। দলকে পাহাড় সমানে রানে পৌঁছাতে বড় ভূমিকা নেয় রাজদ্বীপ। মাত্র ৭৭ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ১২৪ রান করে সে। এছাড়া দলের পক্ষে উদয়ন পাল ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, রুদ্র দাস ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং ঋদ্ধিমান দাস ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। জুটমিলের পক্ষে গৌরব মজুমদার (‌৩/‌৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাজদ্বীপ দেবনাথ (‌৩/‌২), ঋদ্ধিমান দাস (‌৩/‌১৩) এবং রাজদ্বীপ দেবের (‌২/‌০) দুরন্ত বোলংয়ে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায় জুটমিল প্লে সেন্টার।দলের পক্ষে অসিৎ সাহ ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। ‌‌‌‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *