নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডা রাজধানী দিল্লি এবং এনসিআরে। দিল্লির রিজ এলাকা এবং আয়া নগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.১ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দুই দিন দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এ সময় ঘন কুয়াশাও পড়বে। এর পরে, তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। উত্তর ভারতে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের অবস্থা রয়েছে। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।
কুয়াশার প্রভাব পড়েছে রেলপথেও। রবিবার রেলওয়ে ২৭৩টি ট্রেন সম্পূর্ণ এবং ৪২টি ট্রেন আংশিকভাবে বাতিল করেছে। এছাড়াও ১৪টি ট্রেনের সময়সূচী পুনঃনির্ধারণ করা হয়েছে এবং ২৬টি ট্রেনের পথ ঘুড়িয়ে দেওয়া হয়েছে।