২০২২ : বাজিমাত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : ২০২২ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল উত্তরপ্রদেশের ভোট। আর সেখানে খুব প্রত্যাশিতভাবেই বাজিমাত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের নির্বাচন জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এহেন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় বিজেপির অন্দরে একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে যোগীর গুরুত্ব। তবে শুধু যোগীর জয় নয়, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের অবিসংবাদী বিরোধী হয়ে ওঠাটাও বেশ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের রীতি ভেঙে উত্তরপ্রদেশে এবছর নির্বাচন কার্যত হয়েছে দ্বিমুখি। মায়াবতীর বিএসপি এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। বিজেপির প্রধান এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। একই সঙ্গে নির্বাচনে উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতেও জিতেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *