ঘন ঘন পথ দুর্ঘটনা এড়াতে করিমগঞ্জ জেলা প‌রিবহণ বিভা‌গের স‌চেতনা সভা সলগই‌য়ে

পাথারকান্দি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : ঘন ঘন পথ দুর্ঘটনা এড়াতে করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগের উদ্যোগে এবং লোয়াইর‌পোয়া ব্ল‌কের সলগই এলাকার ডেঙ্গারবন্দ ও হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েত (জি‌পি) কর্তৃপক্ষের ব্যাবস্থাপনায় আজ শ‌নিবার ডেঙ্গারবন্দ জি‌পি অফিসে এক স‌চেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দু‌টি জি‌পির পঞ্চা‌য়েত প্রতি‌নি‌ধি‌দের পাশাপা‌শি এলাকার বি‌ভিন্ন যানবাহন চাল‌করা উপ‌স্থিত ছি‌লেন। আজকের সচেতনতা সভায় জেলা প‌রিবহণ আধিকারিক (ডি‌টিও) সাহাব উদ্দিন তাপাদার প্রদত্ত বক্ত‌ব্যে ব‌লেন, সরকা‌রি ট্রা‌ফিক বি‌ধি মে‌নে যানবাহন চালালে দুর্ঘটনা বহুলাংশে হ্রাস করা যায়। এতে চালক সহ মা‌লিক পক্ষ ও যাত্রী‌দেরও সা‌র্বিক সহ‌যো‌গিতার প্রয়োজন। তাছাড়া গা‌ড়ির কাগজপত্র সম‌য় সম‌য় আপডেট ক‌রি‌য়ে নি‌তে বলেছেন তিনি। হেল‌মেট পরিধান, ড্রাইভিং লাইসেন্স ও মদ্যেপ অবস্থায় গা‌ড়ি চালা‌নো গুরুতর অপরাধ ব‌লে জানান ডি‌টিও।

তাঁর কথায়, যাত্রীবাহী যানবাহ‌নে কিছু‌তেই সামগ্রী বহন এবং অতি‌রিক্ত যাত্রী বহন করা যা‌বে না। যাঁরা ট্রা‌ফিক নিয়ম না মে‌নে যানবাহন চালা‌বেন তা‌দের কাছ থে‌কে প‌রিবহণ বিভাগ সহ সাধারণ প্রশাস‌ন জ‌রিমানা আদায়ে পিছপা হ‌বে না। তিনি আরও বলেন, ১৮ বছরের নীচে কেউ যদি গাড়ি চালায়, তা-হলে সংশ্লিষ্ট ব্যক্তির বাবা ও মার পাঁচ বছরের কারাবাস সহ ২৫ হাজার টাকা জরিমানা আদা‌য়ের বিধান র‌য়ে‌ছে। এমন-কি ৬৫ কিলোমিটারের উপ‌র কোনও যানবাহন চালালে তা আইনত দণ্ডনীয় ব‌লে গণ্য করা হয়। মদ্যপ অবস্থায় গা‌ড়ি চালা‌লে জেল হাজত পর্যন্ত হ‌তে পা‌রে চাল‌কে। তাছাড়া ট্রা‌ফিক নিয়মকানুন নি‌য়ে আরও বিশদে বক্তব্যা পেশ করেন ডি‌টিও।

সভায় আ‌য়োজক সংস্থার প‌ক্ষে বক্তব্য পেশ করতে গি‌য়ে ‌ডেঙ্গারবন্দ ও হা‌তি‌খিরা জি‌পির যথাক্রমে রথীন্দ্র বর্ধন ও গোলাপচাঁদ কানু চালক সহ যাত্রী‌দের স‌চেতন থাকার পাশাপা‌শি প্রত্যেক‌কে সরকা‌রি গাইডলাইন এবং ট্রা‌ফিক বি‌ধি নিয়ম মে‌নে চলার অনু‌রোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *