: রঞ্জি ট্রফি : বিদর্ভের শক্ত চ্যালেঞ্জ পয়েন্ট ধরে রাখতে লড়বে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।।

দ্বিতীয় ইনিংসে স্বাচ্ছন্দে ফিরলেন বিদর্ভের ব্যাটসম্যান-‌রা। এবং শেষ দিনে ত্রিপুরার সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও তৃতীয় দিনের শেষে স্বাগতিক বিদর্ভ এগিয়ে রয়েছে ৩১৩ রানে। সম্ভবত আজ সকালেই ত্রিপুরাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাবে। এবং লক্ষ্য থাকবে সরাসরি জয় পাওয়ার। ফলে অত্যাধিক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। নাগপুরের সিভিল লাইন্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদর্ভের ২৬৪ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৯৯ রান করে। ৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিনের শেষে বিদর্ভ ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে। আপাতত বিদর্ভ এগিয়ে  ৩১৩ রানে। আজ ত্রিপুরার ব্যাটসম্যানদের অগ্নিপরীক্ষা। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরবেন মণিশঙ্কররা। তৃতীয় দিনে ৭ উইকেটে ২৯০ রান নিয়ে খেলতে নেমে সকালে ২২ গজে টিকে থাকতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। এদিন মাত্র ২১ বল খেলে দলীয় ৯ রান যোগ করার ফঁাকে শেষ ৩টি উইকেট হারায় ত্রিপুরা। বিদর্ভের পক্ষে ওয়াই ঠাকুর (‌৫/‌৪৪) এবং এ সারভাতে (‌৪/‌৮৬) সফল বোলার। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ‌‌ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের সামনে শুরুতেই চাপে পড়ে যায় বিদর্ভ। দলীয় ৭৯ রানের মধ্যে প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। বিদর্ভ যখন বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল তখনও পারভেজ সুলতানের ভেলকিতে চাপে পড়ে। পারভেজ তুলে নেন দলনায়ক ফজল (‌১০) এবং অথর্ব টাইডে (‌১৩)। এরপর মণিশঙ্কর তুলে নেন এস রামশ্বমীকে (‌৩৯)‌‌‌।‌ এরপরই গনেশ সতীশ এবং এ ওয়াদকর কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ত্রিপুরার অধিনায়ক তঁার বোলারদের বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বল করালেও দ্রুত উইকেট ভাংতে পারেনি। ‌ওই জুটি চতুর্থ উইকেটে ২৩৬ বল খেলে ১৭২ রান যোগ করে বিদর্ভকে অনেকটা সুবিধেজনক জায়গায় নিয়ে যান। এ ওয়াদকর ১১৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করে পারভেজ সুলতানের তৃতীয় শিকার হয়েছেন।‌ শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে স্বাগতিক বিদর্ভ ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে। গনেশ সতীশ ১৯৮ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪২ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান (‌৩/‌৯৬) সফল বোলার।  ‌