ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। ক্রীড়া সুচি ঘোষিত। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে খেলা শুরু ২৩ ডিসেম্বর থেকে। শুক্রবার সকাল সাড়ে আটটায় মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সিপাহীজলা স্টার্স ও ওয়েস্ট ত্রিপুরা টাইটানসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগ। পুরোপুরি বিসিসিআই এর আইপিএল ধাঁচে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের জাতীয় আঙিনায় পৌঁছানো। সারা রাজ্য থেকে ৯৬ জন মহিলা ক্রিকেটারদের ছয়টি দলে ভাগ করে এই টুর্নামেন্টের আয়োজন। কমার্শিয়াল পার্টনার হিসেবে টিসিএম স্পোর্টস এবং টাইটেল স্পন্সর হিসেবে বাইজুস এগিয়ে এসেছে। নিঃসন্দেহে রাজ্যে খেলাধুলার জগতে এ ধরনের স্পন্সরের এগিয়ে আসা অত্যন্ত ভালো দিক। উল্লেখ, ডাবল লিগে ছয়টি দলের ৩০টি লীগের ম্যাচ হবে। সেরা চারটি দলকে নিয়ে ৭ জানুয়ারি হবে সেমিফাইনাল এবং ৮ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে আগামীকাল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার চিফ হুইপ শ্রীমতি কল্যাণী রায় উপস্থিত থাকবেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বিশেষ অতিথি হিসেবে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় প্রমুখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন টিসিএ-র সভাপতি তপন লোধ। ত্রিপুরা ক্রিকেট সংস্থার আজীবন সদস্য, মহকুমা ক্রিকেটে এসোসিয়েশন, কোচিং সেন্টারের পাশাপাশি বিভিন্ন প্লে সেন্টার, ক্লাব ও ক্রীড়া সংগঠন, বর্তমান ও প্রাক্তন খেলোয়াড় সহ প্রত্যেককে উদ্বোধনী অনুষ্ঠান ও টি-টোয়েন্টি লিগ টুর্নামেন্ট উপভোগ করার জন্য টি সি এ-র সচিব তাপস ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন।