পুদুচেরীতে ৪১তম জাতীয় যোগাসন ৪২ সদস্যের ত্রিপুরা দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।।রওয়ানা হলো ত্রিপুরা দল। পুদুচেরির উদ্দেশ্যে। ওই রাজ্যে  ২৬-‌ ২৮ ডিসেম্বর  অনুষ্ঠিত হতে চলেছে ৪১-তম জাতীয় যোগা প্রতিযোগিতা। বুধবার সকালে রওযানা হয় ত্রিপুরা দল। সকালে রাজ্যদলকে অগ্রিম শুভেচ্ছা জানাতে বাধারঘাট রেল স্টেশনে উপস্থিত চিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলর্সের কর্ণধার রূপক সাহা-‌র সহধর্মিনী অর্পিতা সাহা। তি রাজ্যদলের খেলোয়াড়দের অগ্রিম শুভেচ্ছা জানা। ত্রিপুরার সম্মান রক্ষার পাশাপাশি দেশের সেরা হয়ে রাজ্যে ফিরে আসার জন্য খেলোয়াড়দের বলেন। পাশাপাশি ত্রিপুরা দলের প্রতিটি খেলোয়াড়দের টিফিনও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া চলা ত্রিপুরা যোগা দলের জার্সি, ভ্রমণ সহ ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির সম্পর্কিত সব কিছুরই দায়িত্ব নিয়েছিলো শ্যামসুন্দর কোং জুয়েলার্স। সংস্থার উদ্যোগে  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৬ জন যোগা খেলোয়ারের নিয়ে ১২-‌ ১৮ ডিসেম্বর এন এস আর সি সি-র যোগা হলে বিশেষ প্রশিক্ষণ পর্ব হয়েছে। জাতীয় আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী রাজ্যদলের খেলোযাড়রাও। প্রতিটি খেলোয়াড়ের কথাবার্তায় ছিলো আত্মবিশ্বাসের ছাপ। পদক গলায় জড়িয়ে রাজ্যে ফিরতে মরিয়া প্রতিটি খেলোয়াড়ই। আসরে অংশ নেওয়া খেলোয়াড়রা হলো:‌ ধৃতি দেবনাথ, পারিজাত সাহা, পরিনীতা রায়, রাজদীপ পাল, তন্ময় সরকার, সাগর রায়, রিমা বেগম, পায়েল দাস, পূজা ভট্টাচার্য, শুভজিৎ বনিক,ধ্রুবজিৎ বনিক,বিজয় পাল, দ্বীপশিখা সেন, নন্দিতা সেন,ঈশা সূত্রধর, সৌরভ ঘোষ, মাধব দেবনাথ, দেবাশিষ দেব, সুচানা চৌধুরি,সুশ্মিতা দেবনাথ, ঝুমা সরকার, প্রসেনজিৎ মজুমদার, শান্তনু সাহা, চয়ন দেবনাথ,সুতপা রায়, অনিতা রাণী দেববর্মা, শিল্পী রায় সেন, সুভাষ দেবনাথ, খোকন দেববর্মা,দিপীকা দেবী দেবনাথ, শিখা গুপ্তা, হরিশঙ্কর দত্ত, অমলেন্দু দে, প্রীতি চক্রবর্তী, উত্তম দেবনাথ এবং নির্মল চক্রবর্তী। কোচ:‌ নিরঞ্জন ভট্টাচার্য, নন্দিতা গোপ, ম্যানেজার:‌ সত্য ঘোষ, জাতীয় বিচারক:‌ কালি নারায়ন ঘোষ, সমীরণ চক্রবর্তী এবং দেবাশিষ সাহা।