বাঁকুড়া, ১৯ ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনার সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে বাঁকুড়ার রানিবাঁধের বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। রানিবাঁধ ব্লকের বিভিন্ন প্রান্তের কয়েকশো বিজেপি কর্মী সমর্থক সোমবার দীর্ঘক্ষণ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
তাঁদের দাবি, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় ব্যাপক গরমিল রয়েছে। তাঁদের অভিযোগ, রানিবাঁধ ব্লকের পুড্ডি, বারিকুল, রাজাকাটা, রুদড়া, রাওতড়া-সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে প্রকৃত গৃহহীনদের নাম বাদ দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় রয়েছে। সেই তালিকার ভিত্তিতে সমীক্ষা করতে গিয়ে আশা কর্মী ও সিভিক কর্মীদের পড়তে হচ্ছে হুমকির মুখে। সেই হুমকির মুখে পড়ে সমীক্ষক দল যথাযথ সমীক্ষা করতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রকৃত সমীক্ষা করে পাকা বাড়ির মালিকদের তালিকা থেকে বাদ দিয়ে গৃহহীনদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। এরপরও ব্যবস্থা নেওয়া না হলে সেক্ষেত্রে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
বিজেপি নেতার বক্তব্য, “যাদের তিন তলা, চার তলা বাড়ি রয়েছে, বাইক রয়েছে, তারাই বাড়ি পাচ্ছে। আসলে যাঁদের প্রয়োজন, তাঁরা পাচ্ছেন না।”